খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  এনবিআর বিলুপ্ত করে দু’টি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কলমবিরতি চলছে
  ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের করা লিড টু আপিলের শুনানি চলছে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার(১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় নগরীর ফেরিঘাটস্থ টিনার বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত গৃহহীন পরিবারসমূহের মাঝে ফাউন্ডেশনের মহানগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে শীতবস্ত্র এবং শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে সংগঠনের তরফ থেকে নতুন বছরে মানবিক কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে অসহায় মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ এবং শেখ মোঃ নাসির উদ্দিন।

ফাউন্ডেশনের মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মোঃ হুমায়ুন কবীর বালী, বিমল মল্লিক, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, এসকে এমডি বহলুল আলম, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্ল্যা, বিপ্লব কান্তি দাস, কাজী আব্দুল মান্নান, মোঃ ইউনুস সানা, মোঃ ইলিয়াছ হোসেন লাবু, নাঈম ফারহান প্রমুখ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য নিয়াজ আহমেদ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!