নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকা আসার প্রস্তুতিতে থাকা ৮০ বিদেশি পর্যবেক্ষককে ‘রাজসিক আয়োজনে’ বরণ করা হবে। তাদের স্বাগত জানাতে প্রস্তুত রাখা হয়েছে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের একটি পাঁচ তারকা হোটেল। সেখানে তাদের থাকা-খাওয়ার সমুদয় ব্যয় মেটানো হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে।
শুধু তা-ই নয়, আমন্ত্রিত বিদেশি পর্যবেক্ষকদের যাতায়াত পথের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে কয়েক স্তরে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পর্যবেক্ষকের সামাজিক মর্যাদা এবং অবস্থান বিবেচনায় তাদের চলাচলে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত প্রটেকশন টিম (স্কট)। এ ছাড়া সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা। বিদেশি পর্যবেক্ষকদের গাইড হিসেবে থাকছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল স্মার্ট তরুণ-তরুণী। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে পুরো বিষয়টি সমন্বয় করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নির্বাচন পর্যবেক্ষক সহায়তা সেল’।
বিদেশি পর্যবেক্ষকদের মেহমানদারিতে (লোকাল হসপিটালিটি) যেন কোনো কমতি বা ঘাটতি না হয় সেজন্য একজন মহাপরিচালকের নেতৃত্বাধীন ৩ সদস্যের পর্যবেক্ষক সহায়তা সেলকে শক্তিশালী করতে জনপ্রশাসনের এক ঝাঁক তরুণ কর্মকর্তাকে সেগুনবাগিচায় ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, ইসি’র আমন্ত্রণে আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১২টি দেশের ৮০ বিদেশি পর্যবেক্ষক ঢাকা আসছেন এটা প্রায় চূড়ান্ত।