খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
স্বর্ণ পাম জিতল ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ী যারা!

বিনোদন ডেস্ক

এবার পাম দ’র জিতল সুইডেনের বহুল আলোচিত সিনেমা ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। তীব্র শ্লেষ আর সমাজের অসঙ্গতি নিয়ে বিদ্রূপে ঠাসা সিনেমাটি দর্শকদের পাশাপাশি বিচারকদেরও নজর কাড়ল।

এতে সেরা চলচ্চিত্রের পুরস্কার হাতে উঠেছে সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ডের।এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণ পাম জিতলেন সুইডিশ চলচ্চিত্রকার রুবেন ওস্টলান্ড। এর আগে আর্ট মিউজিয়ামের এক কিউরেটরের গল্প নিয়ে বানানো তার সিনেমা ‘দ্য স্কয়ার’ ২০১৭ সালে কানে সেরার পুরস্কার জিতেছিল।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:

স্বর্ণপাম: ট্রায়াঙ্গেল অব স্যাডনেস (রুবেন অস্টলান্ড, সুইডেন)।
গ্র্যাঁ প্রিঁ (যৌথভাবে): স্টারস অ্যাট নুন (ক্লেয়ার ডেনি, ফ্রান্স) এবং ক্লোজ (লুকাস ডোন্ট, বেলজিয়াম)।
সেরা পরিচালক: ডিসিশন টু লিভ (পার্ক চ্যান-উক, দক্ষিণ কোরিয়া)
সেরা চিত্রনাট্যকার: তারিক সালেহ (ছবি: বয় ফ্রম হ্যাভেন, সুইডেন)
সেরা অভিনেত্রী: জার আমির ইব্রাহিমি (ছবি: হলি স্পাইডার, ইরান)
সেরা অভিনেতা: সং কাং হো (ছবি: ব্রোকার, দক্ষিণ কোরিয়া)
জুরি প্রাইজ (যৌথভাবে): দ্য এইট মাউন্টেন (ফেলিক্স ফন খ্রোনিনেন ও শার্লোট ফান্দারমিয়ার্স, বেলজিয়াম) এবং ইও (ইয়াজি স্কলিমোস্কি, পোল্যান্ড)
কান উৎসবের ৭৫ বছর পূর্তি পুরস্কার: জ্যঁ-পিয়েরে দারদেন ও লুক দারদেন (টরি অ্যান্ড লকিটা, বেলজিয়াম)
ক্যামেরা দ’র: জিনা গামেল ও রাইলি কিয়াও (ছবি: ওয়ার পনি, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র)
ক্যামেরা দ’র (বিশেষ সম্মান): হায়াকাওয়া চিয়ে (ছবি: প্ল্যান সেভেনটি ফাইভ, জাপান)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: দ্য ওয়াটার মারমার্স (জিয়ানিং চেন, চীন)
স্বল্পদৈর্ঘ্য ছবি (বিশেষ সম্মান): মেলানকলি অব মাই মাদার’স লালাবাইস (অবিনাশ বিক্রম শাহ, নেপাল)।

 

সিনেফঁদাসো

প্রথম পুরস্কার: অ্যা কন্সপিরেসি ম্যান (ভালেরিও ফেরারা, ইতালির সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার)
দ্বিতীয় পুরস্কার: সামহোয়্যার (লি জিয়াহে, চীনের হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন)
তৃতীয় পুরস্কার: গ্লোরিয়াস রেভোল্যুশন (মাশা নোভিকাভা, লন্ডন ফিল্ম স্কুল) এবং হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার (লরেন ফেরনান্দেজ, ফ্রান্সের লা সিনেফ্যাব্রিক)

ফিপরেস্কি

মূল প্রতিযোগিতা শাখা: লেইলা’স ব্রাদারস (সায়ীদ রুসতাই, ইরান)
আঁ সার্তে রিগা: দ্য ব্লু কাপ্তান (মরিয়ম তুজানি, মরক্কো)
প্যারালাল সেকশন (ক্রিটিকস উইক): দালভা (ইমানুয়েল নিকো, বেলজিয়াম)
ইকুমেনিকাল জুরি: ব্রোকার (কোরি-ইদা হিরোকাজু, জাপান)

 

খুলনা গেজেট/ আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!