খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো
  তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

জামায়াতের সমাবেশে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব দল আমন্ত্রিত

গেজেট ডেস্ক

সাত দফা দাবিতে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি হতে শুরু করে সকলকে আমরা দাওয়াত করেছি। আমরা আশা করছি, সমাবেশে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। শনিবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতের সাত দফা দাবি
২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!