খুলনা, বাংলাদেশ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত অন্তত ৩
  জামায়া‌তে ইসলামী হিন্দু‌দের ম‌ন্দির- প্রতিমা ভাংচুর ক‌রে না, আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলক এই অপকর্ম ক‌রে : গোলাম প‌রোয়ার
  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  স্টেশনে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের বার্তা : তদন্তে রেলের উর্ধ্বতন কর্মকর্তারা খুলনায়

৬ গোলের ম্যাচেও জয়বঞ্চিত রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে টপকানোর সুযোগ পেয়েও বারবার হারাচ্ছে রিয়াল মাদ্রিদ। আরও একবার রায়ো ভায়েকানোর মাঠে গিয়ে তারা জয়বঞ্চিত হয়ে ফিরেছে। দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই শেষ হয়েছে ৩-৩ গোলের সমতায়।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষে দুর্গে খেলতে নামার আগেই রিয়ালের অতীত শঙ্কা জাগাচ্ছিল তাদের। কারণ, এই প্রতিপক্ষের সঙ্গে তাদের সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনবারই ড্র হয়েছিল। গতকালও দুই দফায় পিছিয়ে পড়ার পর গোলের দেখা পায় রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন ফ্রেদরিকো ভালভার্দে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো গোয়েস।

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। সতীর্থের বাড়ানো ক্রসে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে থাকা উনাই লোপেজ হেড দিয়ে বল জালে জড়ান। চার মিনিট পরই অবশ্যই ভায়েকানোর লিড দ্বিগুণ হতে পারত। তবে পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া শটটি ডি ফ্রুতোস লক্ষ্যে রাখতে পারেননি। এভাবে প্রথমার্ধের বেশিরভাগ সময়জুড়ে রিয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে ভায়েকানো।

রিয়ালও এর আগে সমতায় ফেরার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে। এরই মাঝে নতুন করে গুছিয়ে আক্রমণে ওঠার আগেই ম্যাচে দ্বিতীয় ধাক্কা খায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৩৬তম মিনিটে ঘানার ডিফেন্ডার আবদুল মুমিন কর্নার থেকে উড়িয়ে আসা বল আড়াআড়ি হেডে জাল খুঁজে নেন। এর মিনিট তিনেক পর রিয়াল ব্যবধান কমায় ভালভার্দের গোলে। উরুগুয়ের মিডফিল্ডার ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালকে ঠিকানা বানান। ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল।

বিরতির আগমুহূর্তেই স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৪৫তম মিনিটে রদ্রিগোর দারুণ ক্রসে চমৎকার হেডে বেলিংহ‍্যাম গোল করেন। এ নিয়ে লা লিগায় টানা ছয় ম‍্যাচেই জালের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। বিরতি থেকে ফেরার পর ৫৬ মিনিটে লিডও নেয় সফরকারীরা। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে সেপ্টেম্বরের পর প্রথম গোল করেন রদ্রিগো গোয়েস। ব্রাজিল ফরোয়ার্ডের শট ভায়েকানোর এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে জড়ায় জালে।

তবে রিয়ালের স্বস্তি টিকেছে কেবল ৮ মিনিট। ৬৪তম মিনিটে ভায়েকানোর ইসি পালাজন সতীর্থে বাড়ানো ক্রস ছুটে গিয়ে ফিনিশিং দিয়ে ম্যাচের স্কোরলাইন ৩-৩ করেন। এরপর দুই দলই সুযোগ পেলেও আর জালের দেখা পায়নি। ফলে জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই ড্রয়ে ১৭ ম‍্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরেই থাকছে রিয়াল। সমান ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচেই বার্সাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!