খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি
  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ

৫৪ বছর পর সরকারিকরণ হলো স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে অবস্থিত স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়টি স্বাধীনতার পূর্বে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫৪ বছর পর সরকারিকরণ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আজ থেকে স্কুলটি সরকারিকরণের ঘোষণা দেওয়া হয়। যার স্মারক নং ৩৭.০০.০০০০.০৯২.১৫ ০১০.২৩-৬১৮ বুধবার ২১ মে ।

জনস্বার্থে জারি করা এই আদেশের প্রজ্ঞাপনে বলা হয় দিঘলিয়া উপজেলাধীন ‘স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়” টি ২১ মে ২০২৫ তারিখে হতে “স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়” নামে সরকারি করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়ঃ
১. প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /কর্মচারীদের আত্তীকরণ করা হবে।
২. আত্তীকৃত শিক্ষক /কর্মচারীদের চাকরি বদলি যোগ্য নয় ।

বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মো. লুৎফর রহমান তার অনুভূতি ব্যক্ত করে খুলনা গেজেটকে বলেন, “যাদের আন্তরিকতা ও সহযোগীতার মাধ্যমে সরকারিকরণ হয়েছে, আমি শ্রদ্ধার সাথে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। স্কুলটি সরকারিকরণের মধ্য দিয়ে এলাকায় লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আমি মনে করি”।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে ৩৮৬ ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। শিক্ষক কর্মচারী মিলে মোট ১৩ জন কর্মরত আছেন। বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান আবুল কালাম আজাদ।

খুলনা গেজেট/লিপু/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!