বৃষ্টি বিঘ্নিত কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে আছে পাকিস্তান। তবে এগিয়েই না শুধু ফাওয়াদ আলমের অপরাজিত সেঞ্চুরির পর বোলারদের কল্যাণে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয় বাবর আজমের দল।
টেস্টে দীর্ঘ ১১ বছর ব্রাত্য ছিলেন ফাওয়াদ আলম। সাদা জার্সিতে সেই ফাওয়াদই এখন পাকিস্তানের অন্যতম ভরসা। প্রত্যাবর্তনের পর অন্তত নিজেকে সেভাবেই প্রতিষ্ঠিত করে ছেড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে করেছেন অনন্য এক কীর্তি। পাকিস্তানের হয়ে দ্রুততম সময়ে ৫টি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন।
৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন ২২তম ইনিংসে। এর আগে দ্রুততম ছিলেন সাবেক অধিনায়ক ইউনিস খান। তিনি ২৮ ইনিংসে ৫ সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। এছাড়া সাবিনা পার্কে আরও কিছু রেকর্ড করেছেন ফাওয়াদ। এখানে ষষ্ঠ পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েছেন।
অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে এশিয়ান ব্যাটসম্যানদের মাঝেও সবাইকে ছাড়িয়েছেন ফাওয়াদ। ২২ ইনিংসে দ্রুততম ৫ সেঞ্চুরিতে সবার ওপরে আছেন তিনি। এতদিন সবার ওপরে ছিলেন ভারতের চেতেশ্বর পূজারা। ২৪ ইনিংসে তার সম সংখ্যক সেঞ্চুরি ছিল। একই কীর্তি সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কারও গড়েন ২৫তম ইনিংসে।
খুলনা গেজেট/এনএম