৫ দিন পর আবারও দেশে বিদ্যুৎ উৎপাদনে ইতিহাস সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট তা উৎপাদন হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় লোডশেডিং কমে এসেছে। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। গত রাতে নগরীর বেশিরভাগ এলাকাতে বিদ্যুৎ ছিলো।
বিদ্যুৎ বিভাগ জানায়, গত ১২ এপ্রিল রাতে বিদ্যুৎ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। আর ১১ এপ্রিল হয় ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। ১৩ এপ্রিল রাত ৯টায় ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু ১৪ এপ্রিল হঠাৎ করেই উৎপাদনে ধস নামে। দেশের বিভিন্ন এলাকার বড় কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। এতে দেশজুড়ে দেখা দেয় লোডশেডিং। তীব্র গরমে লোডশডিংয়ে সীমাহীন ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
খুলনা গেজেট/এইচ