ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারত দিতে হলো সৌম্য সরকারকে। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হয়ে ফিরেছেন রংপুরের এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্সও। এলিমিনেটরের ডু অর ডাই ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৫ রান তুলতেই টপঅর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ফেলেছে তারা।
আজ (সোমবার) মিরপুর শেরে বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান। ব্যাট করতে নেমে মহাবিপদে ফ্র্যাঞ্চাইজিটি।
ইনিংসের দ্বিতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে জেমস ভিন্সের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন সৌম্য। পরের ওভারে নাসুমের শিকার হয়ে ফিরেছেন ভিন্স। ৭ বলে মোটে ১ রান করতে পেরেছেন এই ব্যাটার।
পরপর দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরতে পারেননি সাইফ হাসান ও শেখ মেহেদীরা। নাসুম আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্ট্যাম্প উপড়ে গেছে মেহেদীর। পরের ওভারে খুলনা কাপ্তান মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ নেওয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফও। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ৪ রান।
আজ ব্যাটিংয়ে কিছুটা ওপরের দিকে খেলার সুযোগ পেয়েছিলেন সাইফউদ্দিন। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনিও। হাসান মাহমুদের বলে এলবিডব্লিউ হয়েছেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। এক চারের মারে ৮ বলে ৮ রানে থেমেছে তার লড়াই।
টপ-অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে রংপুর। শেষ দিকে নামবেন আন্দ্রে রাসেল-টিম ডেভিডরা। দেখা যাক ঢাকায় পা রেখেই ম্যাচ খেলতে নেমে কতটা কি করতে পারেন তারা।
প্রসঙ্গত, আসরের শুরুর দিকে টানা আট ম্যাচ জিতে ধরা-ছোঁয়ার বাইরে ছিল রাইডার্সরা। সবশেষ চার ম্যাচ টানা হেরে টেবিলের তিনে থেমে গ্রপ পর্ব শেষ করে নুরুল হাসান সোহানের দল। আজ হেরে গেলেই বিদায় হয়ে যাবে রংপুরের।
খুলনা গেজেট/এনএম