খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ল ২২ জুন পর্যন্ত
  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর
  চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, দুই নারী দগ্ধ

৪৬০ সিটের হলে দর্শক ঢোকানো হয়েছে সাড়ে ছয়শো, ক্ষুব্ধ ‘বরবাদ’ প্রযোজক

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্সে চুটিয়ে ব্যবসা করছে। দর্শকরাও শাকিব খানের এই সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছে। যে কারণে ঈদের তৃতীয় সপ্তাহ শেষ না হতেই বরবাদের আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা।

সিনেমার দারুণ এই ব্যবসার পরেও কিছু কারণে খুশি নন প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার দাবি, সিঙ্গেল স্ক্রিনগুলো টিকিট বিক্রির সঠিক হিসেবে দিচ্ছে না। শুধু তাই নয়, সুমি জানালেন- হল মালিকেরা রীতিমতো চুরি করছেন এক্ষেত্রে।

জয়দেবপুরের ‘উল্কা’ সিনেমা হল মালিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে গণমাধ্যমের কাছে শাহরিন আক্তার সুমি বলেন, ‘একটা সিনেমা হলে সিট আছে ৪৬০ জনের, অথচ সেখানে ঢোকানো হয়েছে সাড়ে ছয়শোর বেশি মানুষকে। আমাদের ডিস্ট্রিবিউশন টিমের লোকেরাই গুণে দেখেছে শুধু এসি ক্যাটাগরিতে আছে ৬৭৮ জন, ডিসিতে তো আমরা ঢুকতেই পারিনি। সেলস রিপোর্টে কিন্তু ৪৮০ জনের সংখ্যাই এসেছে, তাহলে বাকি ২৮০-৩০০ জন কোথায় গেল? আমাদের লোকজনকে বের করে দেয়া হয়েছে সিনেমা হল থেকে, কথাই বলতে দিচ্ছিলো না তারা; জয়দেবপুরের উল্কা সিনেমা হলের ঘটনা এটা। এরকম ঘটনা অনেক হলেই হচ্ছে। আমি নতুন বলেই সবাই আমার সাথে এটা করছে কিনা জানিনা।’

এই প্রযোজক আরও বলেন, যারা কখনো ভাবেনি ‘বরবাদ’ চালাতে পারবে, তারাও যখন অনুরোধ করেছে, আমরা ছবি দিয়েছি। অথচ সেই মানুষগুলোই চুরি করছে! কী বলার আছে? আমি ছবি বানাব, বিপরীতে সততাও তো থাকতে হবে। হল মালিকরা যদি ভাবেন, ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল। তারা ২০-৩০ আসনের গরমিল করলে মানা যায়, কিন্তু ২০০-৩০০ আসনের নড়চড় করলে তো মানা যায় না। এটা চুরি। আবার এটা বললেও আমার দোষ! ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না।

সুমি বলেন, ভীষণ মন খারাপের জায়গা থেকে কথাগুলো বলছি। আমার লগ্নি হয়তো কোনো না কোনোভাবে উঠে আসবে। কিন্তু এই যে চুরির সিস্টেম, এটা থাকলে আদতে কোনো লাভ নেই। আগামী তিন বছরে আমরা আরো তিনটা ছবি বানাব, শাকিব খানকে নিয়ে। এখনকার পরিস্থিতি দেখে ভাবছি, শুধু মাল্টিপ্লেক্সেই ছবি মুক্তি দেব।

শাহরিন আক্তার সুমি আরও অভিযোগ করেছেন, আমাদের দেশের মানুষের চিন্তা, মানসিকতা এখনো ছোটই রয়ে গেছে। যেকোনো কাজ করতে গেলেই অতিরিক্ত টাকা দিতে হয়। এমন অনেকে আছে, এফডিসিতে গেলে কিংবা কোথাও দেখা হলে বলবে, ‘আপা, সালাম দিয়েছি!’ এর বিনিময়ে সে কী চায়? টাকা। দেখুন, আমি তো খুশি হয়ে এমনিতেও দিতে পারি। কিন্তু এটাকে যে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে, এই ছোট মানসিকতার সিস্টেম বন্ধ হওয়া উচিত। আবার অনেকে ফ্রি টিকিট চায়। অমুক দেখবে, তমুক তার পরিবার নিয়ে দেখবে, দশটা টিকিট দিন! আরে ভাই, আমরা তো বিশেষ প্রদর্শনী করব। সেখানে সবাইকে আমন্ত্রণ করব। যেহেতু আমাদের ছবিটা বড়, অনেক মানুষ জড়িত, ফলে একটা স্ক্রিন দিয়ে হবে না। তিন-চারটা স্ক্রিন দিয়ে ওই প্রদর্শনীটা করব। সেটার জন্য অন্তত অপেক্ষা করুন। না, তারা চেয়ে চেয়ে টিকিট নেবে! আমাদের মানসিকতা বড় করা উচিত।

সবশেষ এই প্রযোজক বলেন, ‘অনেকেই ফোন করে জানতে চাইছেন, এ সপ্তাহের পর কালেকশন কত হয়েছে? আমি কী জবাব দেব? আমি তো নিজেই সঠিক হিসাবটা পাচ্ছি না। তবে, প্রযোজকের জায়গা থেকে আমরা লগ্নির কাছাকাছি চলে এসেছি। সপ্তাহ দুয়েকের মধ্যে আশা করছি লগ্নি পুরোপুরি উঠে আসবে। এটা শুধু দেশের কথা বললাম। দেশের বাইরেও তো মুক্তি দিচ্ছি। সেটার হিসাব আলাদা।’

প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!