খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

৪০৯ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

তিনশ’র নীচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামানোর লক্ষ্য ছিল বাংলাদেশের। অন্যদিকে সফরকারীদের চাওয়া ছিল অন্তত ৩৫০ রান। পরিকল্পনা সফল হয়নি বাংলাদেশের। ক্যারিবিয়ানরা ঠিকই তাদের লক্ষ্য ছুঁয়ে রানের পাহাড় গড়েছে। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০৯ রান।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এনক্রুমাহ বনার ও জশুয়া ডি সিলভা যোগ করেন আরো ৪৩ রান। শুক্রবার দ্বিতীয় দিনের প্রায় একঘণ্টা পর বনারকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরির পথে থাকা বনারকে (৯০ রান) সাজঘরে ফিরিয়ে পঞ্চম উইকেটে ৮৮ রানের জুটি ভাঙেন মিরাজ। বনার ফেরার পরই দ্রুত গতিতে রান তোলায় ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে এসেই বড় শট খেলতে থাকেন আলজারি জোসেফ।

৫ ছক্কা ও ৮ বাউন্ডারিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ফিফটি তুলে নিয়ে থামেন ৮২ রানে। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘোরান জোসেফ-ডি সিলভা। সপ্তম উইকেট জুটিতে ডি সিলভা-জোসেফ যোগ করেন ১১৮ রান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা ছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পথে। ৯২ রানে তাইজুলের শিকার হন তিনি। ৪টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!