খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

৪ দিনেই ২৫০ কোটি রুপি পার করল প্রভাসের ‘সালার’

বিনোদন ডেস্ক

‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমা নিয়ে প্যান ইন্ডিয়ান তারকা প্রভাসের দাপট রয়েছেই। এবার বক্স অফিস কাঁপাচ্ছেন প্রভাস।

স্যাকনিক ডট কম-এর রিপোর্ট বলছে, সোমবারের মধ্যে ‘সালার’ দেশীয় বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২৫০ কোটি টাকা রুপি।

‘সালার’ সিনেমার বক্স অফিস

স্যাকনিক ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমা ইন্ডিয়া বক্স অফিস কালেকশন যথাক্রমে…

প্রথম দিনের আয় ৯০.৭ কোটি রুপি। (যার মধ্যে তেলেগু থেকে ৬৬.৭৫ কোটি রুপি, মালায়লামে ৩.৫৫ কোটি রুপি, তামিলে ৩.৭৫ কোটি রুপি, কন্নড় থেকে ৯০ লাখ রুপি এবং হিন্দিতে ১৫.৭৫ কোটি রুপি আয় করেছে।

দ্বিতীয় দিনের আয় ৫৬.৩৫ কোটি রুপি (যার মধ্যে তেলেগু থেকে ৩৪.২৫ কোটি রুপি, মালায়লামে ১.৭৫ কোটি রুপি, তামিলে ৩.০৫ কোটি রুপি, কন্নড়ে ৯৫ লাখ রুপি এবং হিন্দিতে ১৬.৩৫ কোটি রুপি আয় করেছে।

তৃতীয় দিনের আয় ৬২.০৫ কোটি রুপি (যার মধ্যে তেলেগু থেকে ৩৫ কোটি রুপি, মালায়লামে ১.৫৫ কোটি রুপি, তামিলে ৩.২ কোটি রুপি, কন্নড়ে ১.২ কোটি রুপি, হিন্দিতে ২১.১ কোটি রুপি আয় করেছে।

চতুর্থ দিনের আয় সব ভাষার মিলিয়ে দেশীয় বক্স অফিসে ৪১.২৪ কোটি রুপি। যা নেট উপার্জন করেছে। সবমিলিয়ে সিনেমার আয় দাঁড়িয়েছে ১৫০.৩৪ কোটি রুপি।

প্রভাসের ‘সালার’ সিনেমাটি পরিচালনা করেছেন ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল। এ সিনেমাতে প্রভাস ছাড়া আছেন শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু। সিনেমাটি ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, কাল্পনিক শহর খানসারের প্রেক্ষাপটে ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমার গল্প তৈরি হয়েছে। এখানে দুই বন্ধু দেব (প্রভাস) এবং ভারদা (পৃথ্বীরাজ)-কে ঘিরে গল্প এগিয়েছে। তবে সিনেমার নায়ক প্রভাস।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!