খুলনা, বাংলাদেশ | ৪ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ৩ জনের আত্মসমর্পণ
  পিলখানায় হত্যা : ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ
  জুলাই গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয় তদন্ত সংস্থায় পলকের স্বীকারোক্তি : চিফ প্রসিকিউটর

৩১ জানুয়ারি জুবায়েরপন্থিদের ইজতেমা শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

গেজেট ডেস্ক 

শুধু নির্বাচন নয় যে কোন কিছুর জন্য পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে। ৩১ তারিখে জুবায়েরপন্থিদের ইজতেমা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘২ লাখ ২ হাজার আছে যারা অপারেশনাল পুলিশ। প্রায় ১২ হাজারের মতো সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যে কোন পরিস্থিতি মোকাবিলায় কোন অসুবিধা হবে না।’

উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে। ৩১ তারিখে জুবায়েরপন্থিদের ইজতেমা হবে। ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!