আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং মাঠের বিরোধীদল বিএনপি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি রাজধানীর শাপলা চত্বরে মহাবেশ করবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীতে জামায়াতকে দাঁড়াতেই দেবে না পুলিশ।
মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীকে রাজধানীতে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। এরা নির্বাচন কমিশন থেকেই নিবন্ধনহীন। তাই তাদের অনুমতি নেই। অনুমতি ছাড়া সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি।’
বিএনপির অনুমতি প্রসঙ্গে বিপ্লব কুমার সরকার বলেন, ‘বিএনপি অনুমতি না নিয়ে সমাবেশ করতে চায়। অনুমতি না নিয়ে সভা সমাবেশ করা বেআইনি। যারা এমন বেআইনি কাজ করবে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা গেজেট/এইচ