বৃষ্টির কারণে সাউদাম্পটন টেস্টের ভাগ্যে সম্ভবত ড্র’ই লেখা। কারণ, বৃষ্টিতে তৃতীয়দিন পুরোপুরি ভেসে গেছে। চতুর্থ দিনেও বৃষ্টির আনাগোনা। খেলা শুরু হতে বিলম্ব। শেষ পর্যন্ত খেলা শুরু হলেও বোলারদের দাপটই দেখা যাচ্ছে রোজ বোলে।
মোহাম্মদ রিজওয়ানের দৃঢ়তায় লজ্জার হাত থেকে বেঁচে গিয়েছিল পাকিস্তান। যদিও দ্বিতীয় দিন শেষ করেছিল তারা ৯ উইকেটে ২২৩ রান নিয়ে। তৃতীয় দিন তো খেলাই হয়নি। চতুর্থ দিন ব্যাট করতে নেমে আর মাত্র ১৩ রান যোগ করেই বাকি উইকেটটি হারায় পাকিস্তান।
৭২ রান করা মোহাম্মদ রিজওয়ানকে তুলে নেন স্টুয়ার্ট ব্রড। নাসিম শাহ অপরাজিত থেকে যান ১ রানে। অর্থ্যাৎ, ২৩৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। স্টুয়ার্ট ব্রড নেন ৪ উইকেট। জেমস অ্যান্ডারসন নিলেন ৩ উইকেট। স্যাম কুরান ১টি এবং ক্রিস ওকসও নেন ১টি উইকেট।
মোহাম্মদ রিজওয়ানের আগে পাকিস্তানের ইনিংসে ৬০ রান যোগ করেন আবিদ আলি। ৪৭ রান করেন বাবর আজম এবং ২০ রান করে আউট হন অধিনায়ক আজহার আলি।
জবাব দিতে নেমে বিপদে পড়েছে ইংল্যান্ড। চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ৭। ইনিংসের সূচনা করার আগেই ইংলিশ ওপেনার ররি বার্নসের উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। আসাদ শফিককে ক্যাচ দিতে বাধ্য করেন বার্নসকে।
২ রান নিয়ে ডোম সিবলি এবং ৫ রান নিয়ে ব্যাট করছিলেন জ্যাক ক্রাউলি।
খুলনা গেজেট/এএমআর