জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর মহানগর শাখার সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে শঙ্খ মার্কেট মসজিদে আজ ২০ জুলাই সোমবার বেলা ১১টায় জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দরা বলেন, ‘ঈদুল আযহা সন্নিকটে, এ মূহুর্তে কুরবানির পশুর চামড়ার দাম বৃদ্ধি করতে হবে ও কওমি মাদ্রাসা সমূহ খুলে দিতে হবে। কুরবানির পশুর চামড়া হলো গরীব ও ইয়াতিমদের হক কিন্তু চামড়ার দাম কমিয়ে মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এর প্রতিবাদে চামড়ার ন্যায্যমূল্য ও মাদ্রাসা গুলি খুলে দেওয়ার দাবিতে আগামী ২২ জুলাই বুধবার বেলা ১১ টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উপস্থিত ছিলেন মুফতী আমানুল্লাহ, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী আলী আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মাওলানা ফজলুল কাদের, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা আবুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা কাওছার আলী, মুফতী ইমরান বিন হুসাইন, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী হুমায়ুন কবীর, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা সিফাতুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, মুফতী মাহমুদুল হাসান, আবু তাহের, সামছুর রহমান বাবুল, মোঃ ইলিয়াস হোসেন, আবুল কালাম মৃধা সহ প্রমূখ নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এনএম