খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

‘২০৫০ সালের মধ্যে ক্যান্সার রোগীর সংখ্যা ৭৫ শতাংশ বৃদ্ধির শঙ্কা’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে বাড়তে পারে ক্যানসার রোগীদের সংখ্যা। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০৫০ সালের মধ্যে ক্যানসার রোগীর সংখ্যা ৭৫ শতাংশের বেশি বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। খবর গার্ডিয়ান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান (আইএআরসি) জানিয়েছে, ২০১২ সালে বিশ্বব্যাপী নতুন করে ১ কোটি ৪১ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হয়। এছাড়া মারা যায় ৮২ লাখ মানুষ। গত এক দশকে ক্যানসার রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ মিলিয়নে এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৭ মিলিয়ন।

সংস্থাটি এক পূর্বাভাসে জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫ মিলিয়নে দাঁড়াতে পারে, যা ২০২২ সালের চেয়ে অন্তত ৭৭ শতাংশ বেশি।

আইএআরসি জানিয়েছে, তামাক ব্যবহার, অ্যালকোহল সেবন ও স্থূলতা ক্যানসার রোগী বাড়ার অন্যতম কারণ। বার্ধক্য ও জনসংখ্যা বৃদ্ধিও এজন্য দায়ী।

সংস্থাটি বলছে, উচ্চ আয়ের দেশগুলোতে ২০৫০ সালের মধ্যে আরও ৪ দশমিক ৮ মিলিয়ন মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হবে কম আয়ের দেশগুলোতে।

আইএআরসি বিশ্বজুড়ে ক্যানসার পর্যবেক্ষণ করে। ১৮৫ দেশে ৩৬ ধরনের ক্যানসার নিয়ে কাজ করে তারা। ১০ ধরনের ক্যানসারে মানুষ বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন বলে জানিয়েছে আইএআরসি।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!