করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গিয়েছে চলতি বছর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেট। আজ সোমবার আইসিসির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। করোনা পরিস্থিতিতে সব সূচিতেই ধাক্কা লাগছে। ফলে আরও তিন বছর পর হতে যাওয়া ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপ ক্রিকেটও পিছিয়ে দেয়া হয়েছে একই সভায়।
২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। পূর্বের সূচি অনুযায়ী হ”েছ না পঞ্চাশ ওভারের এ টুর্নামেন্ট। আইসিসির নতুন সূচি অনুযায়ী অক্টোবরে শুর“ হবে বিশ্বকাপ। ২৬ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আইসিসির আজকের বৈঠকে উপ¯ি’ত ছিল আইবিসির (দ্য কমার্সিয়াল সাবসিডিয়ারি অব দ্য আইসিসি) প্রতিনিধিরা। করোনাভাইরাসের কারণে ছেলেদের পরবর্তী তিন আইসিসি ইভেন্ট নিয়ে আলোচনা হয়েছে সভায়।
২০২০ সালের টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে। পূর্বের সূচি অনুযায়ী ২০২১ সালেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও অক্টোবর-নভেম্বরে। তবে ওয়ানডে বিশ্বকাপের সূচি পরিবর্তন করে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের তিন মাস পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা মোটেও ভালো সিদ্ধান্ত হবে না। এজন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আট মাস পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের শুর“র সময় ঘোষণা করেনি আইসিসি। তবে ২৬ নভেম্বর হবে ফাইনাল।
আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে বলেছেন, ‘আমাদের সদস্যরা বৈশ্বিক টুর্নামেন্টগুলোর পশাপাশি দ্বিপাক্ষিক এবং ঘরোয়া টুর্নামেন্ট গুলো নিয়েও কাজ করছে। সবধরণের খেলা যেন মাঠে চলতে পারে সেজন্য সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই জন্য ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ হবে নতুন সূচিতে।’
খুলনা গেজেট/এএমআর