খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

২ কোটি টাকার স্বর্ণসহ তিন চোরাকারবারি আটক

গেজেট ডেস্ক 

চুয়াডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে তিনজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১৪টি সোনার বার জব্দ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন শ্যামপুর গ্রামের মোমিন মিয়ার দুই ছেলে জাকিরুল ইসলাম (২৮) ও রাজিবুল ইসলাম (২৫), একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলাইমান হোসেন (২২)

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন দিয়ে স্বর্ণ চোরাচালান করা হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টার দিকে বিজিবির একটি দল রেলস্টেশন এলাকায় ওৎ পেতে থাকেন। এ সময় সন্দেহভাজন চার যুবককে আটকের চেষ্টা করলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন পালিয়ে যায়। আটক তিনজনের কাছ থেকে এক কেজি ৬৩০ গ্রাম (১৩৯.৭৫ ভরি) ওজনের ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় অভিযুক্তদের হস্তান্তরসহ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) নায়েক মো. জিয়াউর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দ সোনার বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। সেগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!