বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রকল্প পরিচালক হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম আহমেদ। বুধবার (৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, এ কর্মকর্তা আগামী ১৫ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।
অন্যথায় আগামী ১৫ মে বিকেল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হবেন বলেও এতে জানানো হয়।
খুলনা গেজেট/এএজে