ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজকে।
পেসার হিসেবে দলে আছেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আব্বাস। স্পিনার হিসেবে রাখা হয়েছে ইয়াসির শাহ এবং শাদাব খানকে। উইকেটরক্ষক হিসেবে সরফরাজ আহমেদের সঙ্গে আছেন মোহাম্মদ রিজওয়ান।
২৯ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড অবস্থান করছে পাকিস্তান। ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই টেস্ট এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছিল পিসিবির পক্ষ থেকে। সে হিসেবেই ২৯ সদস্যের দল।
সেখান থেকেই প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করলো পাকিস্তান। টেস্ট ফরম্যাট থেকে গত বছর নিজেকে সরিয়ে নিয়েছিলেন ওয়াহাব রিয়াজ। তবে কিছুদিন আগে তিনি আবার এই ফরম্যাটে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।
এর ফলে ২৯ সদস্যের দলে তাঁকে রাখা হয়েছিল। যদিও চূড়ান্ত দলে তার জায়গা হয়নি। বিশ্বকাপের পরই পাকিস্তান দলের নেতৃত্ব হারান সরফরাজ। যদিও দলে এখন তিনি বিকল্প উইকেটরক্ষক হিসেবে আছেন।
এদিকে দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা কাশিফ ভাট্টিকে। তাকে নেয়া হয়েছে সম্ভবত ইয়াসির শাহ এবং শাদাব খানের বিকল্প হিসেবে। এছাড়া ১১ বছর পর টেস্ট খেলার সুযোগের অপেক্ষায় আছেন ফাওয়াদ আলম।
বুধবার (৫ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। পরের দুই টেস্ট অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে। ২৮ আগস্ট শেষ হবে টেস্ট সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড: আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, শান মাসুদ, আবিদ আলি, ইমাম-উল হক, ফাওয়াদ আলম, আসাদ শফিক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ইয়াসির শাহ এবং মোহাম্মদ আব্বাস।