কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ১৬ শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয়েছে। আজ বুধবার হাইকোর্টে এ রিট করা হয়।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এফএম মাসুদ হোসেন দোলন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করেন আইনজীবী তৈইমুর আলম খন্দকার।
রিটে প্রত্যেক শিশুর মৃত্যু ঘটনায় বিচার-বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক শিশুর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘সংশ্লিষ্ট বেঞ্চ আজ বসেনি। আগামীকাল (বৃহস্পতিবার) আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করব।’
আইনজীবী তৈমুর বলেন, কোটা আন্দোলনে অংশ না নিয়েও ঘরে থেকে কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল?
একই সঙ্গে জাতিসংঘের শিশু আইনের বাস্তবায়ন না থাকা নিয়েও প্রশ্ন তোলেন রিটকারী।
খুলনা গেজেট/এনএম