খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪
পেছাতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম!

১৩ লক্ষাধিক এইচএসসি পরীক্ষার্থী দুশ্চিন্তায়

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাভাইরাসের কারণে থমকে দাড়িয়েছে সভ্যতা। ঘড়ির কাটা ঘুরে সময় এগিয়ে চললেও ঘুরছে না একাডেমিক ক্যালেন্ডার। দাড়িয়ে আছে শিক্ষাবর্ষ; অনিশ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন। ২০২০সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ১৩ লক্ষাধিক পরীক্ষার্থী দুশ্চিন্তায়।
সাধারণত এপ্রিল-মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেপ্টেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। কিন্তু পরীক্ষা না হওয়ায় কবে নাগাদ এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে পারবেন, তাদের একাডেমিক ক্যালেন্ডার থেকে একটি বছর হারিয়ে যাবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় পেছাতে হবে পারে বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমও।

অনিশ্চিত হয়ে পড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষার বিষয় কমিয়ে কম সময়ে তা নেয়ার কথা ভাবছে সরকার। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় চলতি শিক্ষাবর্ষ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত করার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। সম্প্রতি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বলেছেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো অবস্থা নেই। অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। খুলতে দেরি হলে শিক্ষাবর্ষ ডিসেম্বরের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে, নাকি আগামী বছরের দুই/তিন মাস যুক্ত করা হবে, তা ভাবা হচ্ছে।

করোনার সংক্রমণের কারণে গত ১৮মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ পরীক্ষা হওয়ার কথা ছিল গত এপ্রিলের শুরুতে।

যশোর শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের আসার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এরও অন্তত ১৫দিন পর এইচএসসি পরীক্ষা শুরু করা হবে। সেভাবে সকল প্রস্তুতি রয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আছে। তবে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে সংক্রমণ পরিস্থিতি অব্যাহত থাকলে এই বন্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!