অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৩২.৫ ওভারে ১০৩ রানেই গুড়িয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। বৃহস্পতিবার রাত ৮টায় অ্যান্টিগার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেই কেমার রোচ, জেডেন সিলস, কাইল মায়ার্স ও আলজারি জোসেপদের গতির মুখে পড়েন টাইগার ব্যাটসম্যানরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগে ২৬ ওভারে ৭৭ রান তুলতেই বাংলাদেশ হারায় ৬ উইকেট। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান একাই করেছেন ৫১ রান। তামিম ইকবালের ২৯ রান ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র আর একজন- লিটন দাস।
৬ উইকেটে ৭৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনের প্রথম ওভারে জেইডেন সিলসের লেগ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে জশুয়া ডা সিলভার হাতে ধরা পড়েন মেহেদী হাসান মিরাজ, ২২ বলে ২ রান করে। ৭৭ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ, ভাঙে মিরাজের সঙ্গে সাকিবের ৩২ রানের জুটি।
ব্যাটসম্যানদের এ অসহায় আত্মসমর্পণের দিনে অধিনায়ক সাকিব ইনিংসের শেষদিকে দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ৫১ রান করতে সক্ষম হন সাকিব। প্রথম ইনিংসে ৩২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান।