খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র

গেজেট ডেস্ক

পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ চার্জশিট দাখিল করেন। 

অভিযোগপত্রভুক্ত অন্য চার আসামি হলেন-জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। এর মধ্যে মাহফুজ শাহরিয়ার পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

গত ২ আগস্ট পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার অভিযোগ বলা হয়, তাকে জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি নিয়োগ করার পর প্রতি মাসে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা চাঁদা নেয়া হতো।

মামলায় আরও বলা হয়, সরকারের অনুমোদন না থাকা সত্বেও আসামিরা জয়যাত্রা টিভি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দাবি করে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করেন। তারা মোটা অঙ্কের টাকা জামানত হিসেবে নিয়ে প্রতারণার মাধ্যমে তা আত্মসাৎ করেন। সেইসঙ্গে তারা প্রতি মাসে প্রতিনিধিদের কাছ থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করতেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি।

এদিকে ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। পরে ওই রাতেই হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি ‘জয়যাত্রার’ কার্যালয়ে অভিযান চালায় র‍্যাবের আরেকটি দল। তখন এলিট বাহিনী জানায়, প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজ ছিল না।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে মামলা করে র‌্যাব।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!