কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য, খালিশপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহ্বায়ক মরহুম মোহাম্মাদ হোসেন’র পরিবারের পাশে ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর শয্যাপাশে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৭ মে) রাতে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ মরহুম বিএনপি নেতা মোহাম্মাদ হোসেন’র বাড়িতে যান পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়। এরপর নেতৃবৃন্দ হৃদরোগে আক্রান্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে দেখতে যান। নেতারা বাপ্পির চিকিৎসার খোঁজ খবর নেন এবং পুলিশের গায়েবী অভিযোগে রাজনৈতিক প্রসহনের মামলায় খুলনা জেলা কারাগারে বন্দী অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলেও জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে কারা কর্তৃপক্ষ সুচিকিৎসা না দেয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বেগম রেহানা ঈসা, আবুল কালাম জিয়া, বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মোহাম্মদ জাহিদ হোসেন, কাজী আব্দুল লতিফ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, খোদাবক্স কোরায়েশি কাল্লু, মোহাম্মদ সরোয়ার হোসেন , মোহাম্মদ আসিফ ইকবাল, মশিউর রহমান খোকন, সবুজ হোসেন, মাহমুদ পটা, কাজী একরাম মিন্টু, মোহাম্মদ আরিফ হোসেন, আরিফুর রহমান শিমুল, মকবুল হোসেন, সাইফুল ইসলাম, লুবনা আক্তার বিউটি, জাহিদুল ইসলাম বাচ্চু, মো. সেলিম হোসেন, আল মামুন সরদার, মোহাম্মদ পেয়ার সুমন, মো. মামুন পাটোয়ারী, মোহাম্মদ মিজান, নবাব হোসেন, মোহাম্মদ নিজাম প্রমুখ।
অপরদিকে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী কারাভ্যন্তরে হৃদরোগে আক্রান্ত হলেও সুচিকিৎসার ব্যবস্থা না করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে জেল সুপার ও জেলার। মূমুর্ষূ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মনিরুল হাসান বাপ্পীর আশু সুস্থতা কামনায় খুলনা তথা দেশবাসীর দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
গত ২৪ এপ্রিল উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও দায়রা জজ আদালত খুলনার বিচারক মাহমুদা খাতুন জামিন শুণানী শেষে জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের আদেশ দেন। গত সোমবার (০৬ মে) উচ্চআদালতের জামিনে মারাত্মক অসুস্থ অবস্থায় কারামুক্তি লাভ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
খুলনা গেজেট/কেডি