খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

হিমায়িত মৎস্য কারখানা শ্রমিকদের বিনামুল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে সুশীলন

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনা পরিস্থিতিতেও খুলনা ও বাগেরহাটের হিমায়িত পাঁচটি মৎস্য কারখানা শ্রমিকদের সম্পুর্ণ বিনামুল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। বিশেষ করে এসব কোম্পানিতে কর্মরত শ্রমিকদের পরিবার পরিকল্পনা সেবা নিচ্ছিতকরনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংস্থাটি। সরকারের ভিশন-২০২০ বাস্তবায়নে পরিবার পরিকল্পনা সেবার গুনগত মান বৃদ্ধিতে সুশীলন কর্তৃক বাস্তবায়িত মেরী স্টপ’র অর্থায়নে “এ্যাডভোকেসির মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবার মান শক্তিশালী করণ প্রকল্পে এ সেবা দিচ্ছে তারা।

খুলনা ও বাগেরহাটে পাঁচটি হিমায়িত মৎস্য কারখানা কর্মরত সকল দম্পতির পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য সেবা নিচ্ছিতকরণে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জেলা, উপজেলা ও জেলা ওয়ার্কিং কমিটিসহ সরকারের নীতি নির্ধারকদের সাথে এ্যাডভোকেসি সভা, সমন্বয় সভা পরিচালনা করে সরকার কর্তৃক এসব কোম্পানিতে কর্মরত শ্রমিকদের বিনামূল্যে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করছে।

সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান বলেন, মহামারি করোনাকালে বেসরকারি সংস্থা সুশীলন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে বেশকিছু উদ্যোগ নেয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক এসব কোম্পানিতে কর্মরত শ্রমিকদের বিনামূল্য স্বাস্থ্য সেবা দিতে পরিপত্রজারী করেছে। খুলনা ও বাগেরহাটের পাঁচটি হিমায়িত মৎস্য কারখানার ছয় সহস্রাধিক শ্রমিক বিনামূল্য পরিবার পরিকল্পনা সেবা পাচ্ছে।

বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ বলেন, সুশীলন’র মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে মাসে একবার স্থানীয় স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে কোম্পানি প্রাঙ্গণে সেবা পৌঁছে দিচ্ছি। মহামারী করোনাকালে সুশীলনের এধরণের সেবা একটি উদাহরণ সৃষ্টি করেছে।

সাউদান সী ফুডস লিমিটেড’র ব্যবস্থাপক গৌতাম কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মেরী স্টপ এবং সুশীলন এই দুঃসময়ে হিমায়িত মৎস্য কারখানা শ্রমিকদের স্বাস্থ্যসেবায় হাত বাড়িয়ে দিয়েছে; এটা অত্যন্ত প্রশংসনীয়। বিনামুল্যে তাদের স্বাস্থ্যসেবা পেয়ে শ্রমিকরা অনেক উপকৃত হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!