সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার হিজড়া জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষাব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সামাজের মূলস্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মূলধারায় সকল সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে বহুমাত্রিক তৎপরতা জোরদার করতে হবে। যোগ্যতা অনুযায়ী তাদের চারকি দিতে হবে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে খুলনা নগরীর হোটেল এম্বাসিডরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডভোকেসি সভার এ দাবি জানানো হয়।
প্রান্তজ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রান্তজ ফাউন্ডেশনের বিভিন্ন এলাই ও স্টেকহোল্ডারদের নিয়ে এ এডভোকেসি সভার আয়োজন করা হয়।
প্রান্তজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সেজান ও অর্থ সম্পাদক জাহিদুর রহমানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কেসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাফিজা খাতুন, খুলনা সিটি গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক শাহ মো জিয়াউর রহমান, কেএমপি’র অ্যাসিস্ট্যান্ট টাউন সাব ইন্সপেক্টর প্রানব কুমার কুন্ডু, ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আবুল হোসেন, ব্লাস্ট খুলনার প্রতিনিধি ফাতেমা খন্দকার রিমা, হিজড়া সদস্য তামান্না রহমান , ডিআইসি ম্যানেজার রুনা লাইলা ইসলাম, কাম ফর পিভিলাইজড চাইল্ডের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ব্যবসায়ী মো. সেলিম হোসেন।
খুলনা গেজেট/এমএম