খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

হিজাব ইস্যু : কলেজ খুলতেই উত্তপ্ত কর্ণাটক

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিয়ে বিতর্কে কলেজ বন্ধ থাকার পর বুধবার(১৬ ফেব্রুয়ারি) ফের খুলে দেয়া হয়েছে। তবে কলেজ খুলতেই হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার কলেজগুলো।

অভিযোগ উঠেছে, কলেজে হিজাব ও বোরকা পরে আসায় ছাত্রীদের এদিন ক্লাস থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। এর প্রতিবাদে ক্লাসের বাইরে বিক্ষোভ করেছেন তারা।

কর্ণাটকের উত্তরাঞ্চলের বিজয়াপুরা এলাকার সরকারি পিইউ কলেজে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় চিহ্ন প্রকাশ করে এমন পোশাক পরা যাবে না, আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশনার কথা বলে ছাত্রীদের ক্লাস করতে বাধা দিয়েছেন কলেজ অধ্যক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে অধ্যক্ষকে বলতে শোনা গেছে, তিনি শুধু আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পালন করছেন।

এদিকে ক্লাস করতে দেয়া হবে না- এ তথ্য আগে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রীরা।

তারা কলেজে ‘বিচার চাই’ স্লোগানে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার শুরু ৩১ ডিসেম্বর কর্ণাটকের উদুপি জেলায়। সেখানকার একটি সরকারি কলেজে সেদিন পোশাক নিয়ে বিধিনিষেধ দেয়া হয়। এতে মুসলিম ছাত্রীরা ক্লাস চলাকালে হিজাব বা নেকাব পরে থাকতে পারবেন না বলে জানানো হয়। তবে ক্লাস শেষে বা শুরুর আগে পর্দা করতে আপত্তি নেই বলে জানায় কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিনই প্রতিবাদ করেন ছয় শিক্ষার্থী। সময়ের সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

হিজাব পরার পক্ষে-বিপক্ষে বিক্ষোভ অনেক জায়গাতেই সহিংস রূপ নেয়।

হিজাব নিয়ে বিতর্কে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে।

এই ইস্যু গড়ায় আদালতে। কর্ণাটক হাইকোর্ট জানায়, যতদিন পর্যন্ত হিজাবসংক্রান্ত মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন স্কুল ও কলেজে যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা যাবে না। একই সঙ্গে রাজ্যটির স্কুল ও কলেজ খুলে দিতে বলা হয়।

এক দফা শুনানির পর সেটি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়।

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ আওয়াস্তির নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ ১০ ফেব্রুয়ারি হিজাবের পক্ষে আবেদনকারীদের বক্তব্য শোনে। পরে বেঞ্চ জানায়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। রাজ্যে স্থিতিশীলতা ফেরাতে এই ইস্যুর দ্রুত সুরাহা করা হবে।

এরই মাঝে সোমবার খুলেছে কর্ণাটকের স্কুল। সেদিনও বিভিন্ন স্কুলে হিজাব পরে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীরা বিক্ষোভ করেছেন। কিছু কিছু জায়গায় পরীক্ষা বয়কটেরও খবর পাওয়া গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!