খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

ভারতীয় গণমাধ্যমের খবর

হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লি আসছেন জয়

গেজেট ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের এক ফেসবুক স্ট্যাটাসেও এমন ইঙ্গিত রয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে হাসিনার দেখা হতে পারে। তবে কবে দেখা হতে পারে এ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রেস সচিব তারিক চয়ন লেখেন, ভারতে আসতে পারেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। নিউজ ১৮’র খবরটি সত্য হলে হাসিনা নিজ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ছেলের সঙ্গে তার দেখা হতে চলেছে।

পতিত হাসিনা সরকারের একজন মন্ত্রী নিউজ ১৮-কে বলেন, আমরা আশা করছি, জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ।

বাংলাদেশ সরকার জয়ের পাসপোর্ট বাতিল করেছে। এরপর সম্প্রতি জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। আমেরিকার পাসপোর্টের মাধ্যমে তিনি একজন মার্কিন নাগরিক হিসেবে ভারতে ভ্রমণের সুযোগ পাবেন।

তীব্র জনরোষের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে নির্বাসনে আছেন। হাসিনার সঙ্গে ছেলে জয়ের দীর্ঘ কয়েক বছর ধরে সরাসরি দেখা হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!