সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। লালবাগ থানা ও বাদী সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী’সহ ৯১ জনের নাম উল্লেখ করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা বাদী হয়ে এ মামলা করেন। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো খালিদ সাইফুল্লাহও অংশ নেয়। গত ১৮ জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় খালিদ। পরে ২০ জুলাই হাসপাতালে তার লাশ শনাক্ত করা হয়।
তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে ১৩ই আগস্ট একটি হত্যা, ১৪ই আগস্ট দুইটি এবং ১৫ই আগস্ট তিনটি মামলা করা হয়। এ ছয়টির মধ্যে পাঁচটি হত্যা ও একটি গুম-অপহরণ মামলা।
খুলনা গেজেট/এনএম