খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি
বঙ্গবন্ধু ও তার দুই কন্যার জীবনীর উপর ভিত্তি করে নির্মিত

‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্র প্রদর্শিত

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১-তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বন্ধুবন্ধু ও তার দুই কন্যার জীবনীর উপর ভিত্তি করে নির্মিত ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্র প্রদর্শিত হয়েছে।

বুধবার রাতে কাশিয়ানী উপজেলার শহীদ মিনার চত্বরে ও মুকসুদপুর উপজেলার কেজি স্কুল মাঠে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম-আহŸায়ক কানতারা খান।

এসময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্র নাথ রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কাশিয়ানী সদর ইউনিয়ের চেয়ারম্যান মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের পর শেখ হাসিনা যে পরীক্ষা ও দুর্দশার মধ্য দিয়ে গেছেন তার ওপর নির্মিত ‘হাসিনা: এ ডটার্স টেল’ এ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ তথ্যচিত্রটি দেখেন। এছাড়া কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চার দিন করে এ তথ্যচিত্রটি প্রদর্শন করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!