গাজার একটি হাসপাতালে নৃশংস হামলার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক বাতিল করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ওই বৈঠক বাতিল করেন। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জর্ডান সফর বাতিল করার কথা ঘোষণা করেছেন। আজ বুধবার মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসি, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও এই বৈঠকে অংশগ্রহণের কথা ছিল। বাইডেন আজ প্রবলতম সমর্থন প্রকাশের জন্য ইসরাইল যাচ্ছেন।
গাজার হাসপাতালে বিমান হামলায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দফতরের মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন, এই ঘটনা কিভাবে হলো তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছে।
প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে য গাজা ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত ব্যাপটিস্ট হসপিটালে এই বিমান হামলা হয়েছে। বাইডেন এই নৃশংস হামলায় ক্ষোভ প্রকাশ করলেও কাউকে দায়ী করেননি। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে।
খুলনা গেজেট/এইচ