খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৩ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মাহবুবুর রহমান

গেজেট ডেস্ক

৬ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির নেতা ও সাবেক সেনাপ্রধান লে. জে. (অব) মাহবুবুর রহমান। শুক্রবার (৫ মে) তাকে রাজধানীর সিএমএইচ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।

শনিবার(৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের স্ত্রী আনারকলি ফরহাদ বানু নাগিনা আমিন।

তিনি বলেন, উনার কিছু শারীরিক অসুস্থতা ছিল তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখন ভালো আছেন। গতকাল বাসায় নিয়ে আসা হয়েছে। এখন বাসায় রেস্টে আছেন।

গত ৩০ এপ্রিল রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় মাহবুবুর রহমানকে। তখন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, মাহবুবুর রহমান হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে সিএমএইচ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পরেই বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই সেনাপ্রধান। কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। মাহবুবুর রহমানের স্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীরের বড় বোন।

মাহবুবুর রহমান ১৯৯৬ সালের ২০ মে বাংলাদেশ সেনাবাহিনীর দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৩ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হওয়ার পর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরও দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!