খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

হাসপাতাল ছেড়েছেন কাজী হায়াৎ, কেবিনে সোহেল রানা

বিনোদন ডেস্ক

বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। করোনা মুক্ত হওয়ার পর গতকাল (৬ জানুয়ারি) রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে।

এসব তথ্য জানিয়ে অভিনেতার ছেলে মাশরুর পারভেজ বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।’

করোনা আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সোহেল রানাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেন তিনি। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তাঁর প্রযোজিত প্রথম সিনেমা। সিনেমায় অবদান রাখায় তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা।

এদিকে, হৃদরোগে আক্রান্ত হয়ে পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ হাসপাতাল ছেড়েছেন। পিটিসিএ করানোর পর আজ তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াৎ। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!