খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি শুক্রবার কার্যকর

গেজেট ডেস্ক

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি শুক্রবার সকাল ৭টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। এদিকে বিকেলেই হামাসের কাছে জিম্মিদের মধ্যে প্রথম দলকে মুক্তি দেওয়া হবে। খবর বিবিসি

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে হামাস ৫০ জন জিম্মিকে ইসরায়েলের কাছে ফেরত পাঠাবে। প্রথম দফায় ১৩ জিম্মিকে মুক্তি দিকে হামাস।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, ১৩ জন জিম্মিদের মধ্যে বয়স্কো নারী এবং কিছু শিশুদের মুক্তি দেওয়া হবে। কাতারের স্থানীয় সময় বিকাল চারটায় তাদের মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, রেড ক্রসের কাছেই জিম্মিদের দেওয়া হবে। তারাই তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে।

এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্যতম বড় আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, আল-শিফা হাসপাতালের পরিচালক গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে হাসপাতালটির এক চিকিৎসক। এ সময় অন্যান্য বেশ কয়েকজন চিকিৎসককে ইসারায়েল বাহিনী গ্রেপ্তার করেছে বলেও দাবি করা হয়েছে।

হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা গণমাধ্যমকে জানান, আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি অন্যান্য বেশ কিছু চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি বাহিনী বিভিন্ন সময় অভিযোগ করেছে, গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাস দখল নিয়ে সেটি কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার করে। তবে এ দাবির পক্ষে ইসরায়েল বাহিনী কখনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন করতে পারেনি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!