খুলনা নগরীর হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় কলেজের আয়োজনে দোয়া, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়।
হাজী আ: মালেক ইসলামিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাহিদা খাতুনের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক এসএম সোহেল ইসহাকের পরিচালনায় আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক এফএস ইয়াসিন আরা।
এ সময় গণহত্যার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জমাদ্দার ও আব্দুস সালাম বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক আবুল খায়ের বিশ্বাস, আসিফ ইকবাল, রুবিনা বেগম, মজিদা পারভীন, আব্দুর রউফ, শামিম শেখ, সিরাজুল ইসলাম, বিল্পব মন্ডল, কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সাব্বির প্রমুখ।