বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী হাকিমপুর শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান ২১শে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার শিক্ষাবিদ হৃষীকেশ কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি পূজা শিকদার ও চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) ইন্সপেক্টর মোঃ ওলিয়ার রহমান, উদ্ভোধক ছিলেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নিখিল কুমার ঘোষ।
বিদ্যালয়ের ধর্মিয় শিক্ষক মাওলানা মোঃ শরিফুল ইসলাম নোমানী এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি নারায়ন দাস, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য অসিম শিকদার, দীপ্ত টাইমস এর সম্পাদক দেব প্রসাদ রায়, মনোরঞ্জন দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ননী গোপাল সাহা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য শিশির শিকদার, কামাল হোসেন ও কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার আগে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মহান ২১শে’র কুচকাওয়াজ পরিবেশন, শহীদস্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন এবং ৭জন কৃতি শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয়ের সাবেক সভাপতি পূজা শিকদার এর নিজস্ব অথার্য়নে ৫জনকে ও থাই-বাংলাদেশী কমিউনিটি পাতায়া এর সভাপতি আব্দুল আলীম মোল্লা এর পক্ষ হতে ২জনকেসহ মোট সাতজনকে বাই-সাইকেল বিতরণ করা হয়। এ সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি অভিভাবক ও বিপুল সংখ্যাক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই