খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ চার বছর পর গতকাল মাঠে গড়িয়েছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের ১৫তম আসর। উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হয় আফগানিস্তান। আজ টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ভারত। যে লড়াই দেখতে মুখিয়ে পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। এ ম্যাচটি ভারতের প্রতিশোধের হলেও পাকিস্তানের এগিয়ে যাওয়ার।

দুই দলের এমন ধ্রুপদি লড়াইয়ে শুরুতেই টসের লড়াইয়ে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টস জিতে বোলিংয়ে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস, স্টার স্পোর্টস ১, ডিডি স্পোর্টস, পিটিভি স্পোর্টস, ডিজনি প্লাস হটস্টার। আর বাংলাদেশ থেকে দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও নাগরিক টিভিতে।

দীর্ঘদিন রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না প্রতিবেশী দেশ দুইটি। বাবর-কোহলিদের দেখা হয় এখন শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। তাই এমন টুর্নামেন্টে ভারত আর পাকিস্তান মুখোমুখি হলে উত্তেজনার পারদ বেড়ে যায় আরও। ক্রিকেট দুনিয়ায় ভারত-পাকিস্তান ম্যাচের চেয়ে বড় কিছু আর নাই। ক্রিকেট মাঠে দু’দলের লড়াই মানেই সাজ সাজ রব, উত্তেজনার পারদ তুঙ্গে।

১০ মাসের ব্যবধানে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে প্রতিবেশী দেশ দুটি। মঞ্চ সেই একই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। সেবার ভারতের দম্ভ চূর্ণ করে ১০ উইকেটে জিতেছিলো পাকিস্তান। সে ম্যাচ না ভুললেও হয়তো মনে করতে চাইবে না টিম ইন্ডিয়া।

ভারতের জন্য ইতিবাচক কিংবা নেতিবাচক দুটোই হতে পারে বিরাট কোহলির ফেরা। অফ ফর্মে থাকা এ ব্যাটার যে কোন দিন খুনে মেজাজে রূপ নিতে পারেন। আর তা হতে পারে চিরশত্রুর বিপক্ষে। অনুশীলনে সবচেয়ে সময়ও কাটিয়েছেন তিনি। নিজের শততম টি টোয়েন্টি ম্যাচে ঝলক দেখাতে চান বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় আর প্রথম ভারতীয় হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি ম্যাচের মাইলফলকের সামনে কোহলি।

শাহিন শাহ আফ্রিদি আর মোহাম্মদ ওয়াসিমের ইনজুরি পাকিস্তান দলটার শক্তি কমিয়ে দিয়েছে সত্যি, তবে ক্রিকেটারদের শরীরি ভাষায় তা প্রকাশ পায় না। হাসান আলি, মোহাম্মদ হাসনাইন, শাদাব খানদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান। আর মরুর বুকে ঝড় তুলতে তৈরি খুশদিল শাহ-আসিফ আলীরা।

টি টোয়েন্টিতে মাত্র ৯ বার মুখোমুখি হয়েছে দুদল। যেখানে ৬ বার জিতেছে ভারত, ২ বার পাকিস্তান। টাই হয়েছে একটি। আর এশিয়া কাপে ১৪ বার। এখানেও এগিয়ে ভারত। ৮ বারের বিপরীত পাকিস্তান জিতেছে ৫ ম্যাচ। আর একটি পরিত্যক্ত।

টি টোয়েন্টিতে ভারতের হয়ে সবেচেয়ে বেশি রান করেছেন রোহিত শর্মা। ১৩২ ম্যাচে ৩ হাজার ৪৮৭ রান ভারত অধিনায়কের। আর পাকিস্তানের বাবর আজম ৭৪ ম্যাচে করেছেন ২ হাজার ৬৮৬ রান।

আর বল হাতে দু’দলের লেগ স্পিনার সবার চাইতে এগিয়ে। ৬২ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছেন যুযবেন্দ্র চাহাল আর ৬৪ ম্যাচের শাদাব খানের শিকার ৭৩টি।

২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার দুবাই স্টেডিয়ামের একটি আসনও শূন্য থাকছে না। ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকেট বিক্রি হয়েছে কয়েক ঘণ্টায়। চাহিদা বিবেচনায় এনে স্ট্যান্ডিং টিকিটও ছেড়েছিল আয়োজকরা। আর দেশটির গণমাধ্যম খালিজ টাইমসের দাবি, এবারের ম্যাচটি টেলিভিশনে উপভোগ করবে ১০০ কোটির বেশি মানুষ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান (সহ অধিনায়ক), হারিস রউফ, নাসিম শাহ ও শাহনেওয়াজ ধানি।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান ও অর্শদীপ সিং।

 

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!