খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা
  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

হলিউডের শক্তিমান অভিনেতা সিডনি পটিয়ের আর নেই

বিনোদন ডেস্ক

হলিউডের এক সময়কার শক্তিমান অভিনেতা সিডনি পটিয়ের আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে ৯৪ বছর বয়সে বাহামিয়ায় তিনি মারা যান। তিনি ছিলেন একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও কূটনীতিক।

অস্কারজয়ী বিশ্বখ্যাত এই অভিনেতার জন্ম ১৯২৭ সালের ২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে। ১৯৬৪ সালে ‘লিলিস অব দ্য ফিল্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। তিনি হলেন প্রথম বাহামীয় ও কৃষ্ণাঙ্গ অভিনেতা; যিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এই পুরস্কার প্রথম অর্জন করেন।

১৯৬৭ সালে অভিনেতা ‘টু স্যার’, ‘উইথ লাভ’, ‘ইন দ্য হিট অব দ্য লাইট’ এবং ‘গেজ হুজ কামিং টু ডিনার’ নামে ব্যবসাসফল তিনটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সে বছরের শীর্ষ বক্স অফিস তারকা হয়ে ওঠেন।

১৯৭৪ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ এ অভিনেতাকে নাইট উপাধিতে ভূষিত করেন। ২০০৯ সালের ১২ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। ২০১৬ সালে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য তাঁকে বাফটা ফেলোশিপ প্রদান করা হয়।

১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ১০ বছর এ অভিনেতা জাপানে বাহমার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা ২৫ জন সেরা ধ্রুপদী হলিউড অভিনেতার তালিকায় ২২তম স্থান অধিকার করেন। ২০০২ সালে একজন শিল্পী ও মানুষ হিসেবে অনন্য অবদানের জন্য তাকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।

সিডনি পটিয়ের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আ পিস অব দ্য অ্যাকশন’, ‘আপটাউন স্যাটারডে নাইট’, ‘লেটস ডু ইট অ্যাগেইন’ ও ‘ঘোস্ট ড্যাড’।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!