ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মরমি সাধক ফকির লালন সাঁইয়ের নামে বিশ্ববিদ্যালয়, লালন গবেষণা ইন্সটিটিউট স্থাপনসহ তাঁর স্মৃতি রক্ষায় নানা দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে এই আধ্যাত্মিক সাধকের জন্মভিটা প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। ‘মানুষ ছেড়ে ক্ষেপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শ্লোগানে ঝিনাইদহ জেলা লালন গবেষণা একাডেমি এই বিশেষ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক শেখ মোঃ জাকির হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম, রায়হান, মানবাধিকার সংগঠক আমিনুর রহমান টুকু প্রমূখ।
সভায় বক্তারা মরমি এই সাধকের স্মৃতি রক্ষার্থে তার জন্মভিটা প্রাঙ্গণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।