ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেল থেকে পড়ে আবু তালেব (৩২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলের সামনে সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার হরিশপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
জিনিয়াস স্কুলের পরিচালক আলমগীর হোসেন জানান, সকালে আবু তালেব তার ছেলেকে ভর্তির জন্য স্কুলে নিয়ে আসে। স্কুলের সামনে সড়কের ওপর ছেলেকে নামাতে গিয়ে মোটরসাইকেলটি উল্টিয়ে তার ওপর পড়ে। এতে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তা রঅবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নিহতের এক স্বজন আশফি হোসেন জানান, আবু তালেব নিজ মোটরসাইকেল থেকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান।
হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই যুবক মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এছাড়া তার হার্টেরও সমস্যা ছিলো। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয়েছিল।
হরিণাকুন্ডু থানার ওসি মাহাবুবুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম