ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নতুন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধূরী যোগদান করলেন। মঙ্গলবার সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর কার্যালয়ে যোগদান করেন।
এসময় ইউএনও সৈয়দা নাফিস সুলতানা যোগদানকৃত রাজিয়া আক্তার চৌধূরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর উপজেলা ভূমি অফিসের বড়বাবু গোলাম মোস্তফার নেতৃত্বে নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীসহ আট ইউনিয়নের (ভূমি) সহকারীগণ ফুল দিয়ে বরণ করেন ।
তিনি হরিণাকুন্ডুতে যোগদানের পূর্বে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ডেপুটি কালেক্টর হিসাবে দ্বায়িত্বরত ছিলেন। তিনি উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের সততার সাথে দ্বায়িত্ব পালনের আহ্বান জানান।
খুলনা গেজেট/এনএম