দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভ্রাম্যমাণ দোকানে শুরু হয়েছে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভ্যানে করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রির আয়োজন করেছে। আর প্রথমদিনেই ভ্রাম্যমাণ এই বিক্রয় কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
শনিবার সকালে শহরের পার্বতিপুর আমের চারা এলাকায় এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। এসময় তিনি বলেন, পবিত্র রমজানে সাধারণ মানুষের মাঝে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। মহামারি করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে জনসাধারণের চলাচলের ওপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। তাই সহজেই মানুষের দোরগোড়াই নায্যমূল্যে এসব পণ্য পৌঁছে দিতেই এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন সকাল নয়টা থেকে এই ভ্রাম্যমাণ কেন্দ্রে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে ৫০০ লিটার দুধ, দুই হাজার পিস ডিম ও ২৫০ কেজি মুরগির মাংস বিক্রয় করা হবে। ক্রেতারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে কম দামে এসব পণ্য সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি খামারিরা খুব সহজেই তাদের এসব পণ্য বাজারজাত করতে পারবেন। যেসব খামারি এই পণ্য বিক্রয়ে এগিয়ে আসবেন তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম