খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

হরিণাকুণ্ডুতে বিদ্যালয় মানেজিং কমিটির ভোট নিয়ে উত্তেজনা

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার একটি ম্যানেজিং কমিটির ভোট নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে দফায় দফায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১৯মার্চ ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে অভিভাবক সদস্য নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে গত ২ ফেব্রæয়ারি তফশিল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ঘোষিত তফশিল অনুযায়ী চলতি মাসের ১,২ ও ৩ তারিখ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন সম্ভাব্য অভিভাবক সদস্য প্রার্থীরা। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরীতে ১০জন এবং একজন সংরক্ষিত অভিভাবক সদস্য পদের বিপরীতে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলমের সমর্থকরা বর্তমান চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে লাঞ্চিত করে।

প্রিজাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, পাঁচটি অভিভাবক সদস্য পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ১৮৭জন অভিভাবক তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করবেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে এবং স্থানীয়ভাবে আরও একটিসহ তিনটি প্যানেলে ১৩জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে সব পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানো হয়েছে।

ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার তাদের সাথে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

ইউএনও সুস্মিতা সাহা বলেন, ভোটকেন্দ্রে কঠোরভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকেও নির্বাচনী কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করা হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!