খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ
মশিয়ালীতে কেএমপি কমিশনার

হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক / ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রাম পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির । বৃহস্পতিবার সকালে তিনি মশিয়ালীতে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় নিহতদের বাড়ীতে গিয়ে স্বজনদের সাথে কথা বলে দুঃখ প্রকাশসহ পরিবারের প্রতি সমবেদনা জানান । এদিকে মশিয়ালীর ৪ খুনের ঘটনায় অনুসন্ধানী তদন্ত কমিটি এসময় দ্বিতীয় দিনের মতো প্রত্যক্ষদর্শীসহ গ্রামবাসীর সাক্ষাৎকার নেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেএমপি কমিশনার গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, ‘এই হত্যাযজ্ঞ আমাকে সাংঘাতিকভাবে কষ্ট দিয়েছে। ঘটনায় আমি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছি আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত সকলকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। আমি এখানে থাকতে ঘটনার সাথে জড়িত একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না। এটা আপনাদের কাছে আমার অঙ্গিকা ’।

এ সময় নিহত স্বজনদের পক্ষে পারুল বেগম, সাবিনা ও শরিফা তাদের বক্তব্য রাখেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মশিয়ালীর ঘটনার অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশিনার (অপরাধ) এস এম ফজলুর রহমান, কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার সোনালী সেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার ও সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণ) শিপ্রা রাণী দাস, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আ. হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ওয়ার্ড মেম্বর বখতিয়ার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি মশিয়ালী গ্রামে দুবৃত্তদের গুলিতে ৩ জন নিহত হওয়ার ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হয়েছে (মামলা নং-১২, তাং ১৮/৭/২০)। নিহত সাইফুলের পিতা সাইদুল ইসলাম বাদী হয়ে মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-প্রচার সম্পাদক শেখ জাকারিয়া হোসেন জাকার, তার দুই সহোদার মহানগর ছাত্রলীগের সাবেক নেতা শেখ জাফরিন ও মিল্টনসহ ২২জনের নাম উল্লেখ এবং ১৫/১৬জন অজ্ঞাতনামা আসামী করে মামলা করে । মামলায় গ্রেফতার ৪ আসামী রিমান্ডে রয়েছে।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!