খুলনা মহানগরীর সৌন্দর্য বর্ধনের নামে মুজগুন্নী মহাসড়কে প্রকৃতির সম্পদ গাছ কাটা বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কেটে ফেলা গাছের স্থান সহ নগরীতে সড়ক বিভাজনে গাছ লাগানোর দাবি জানানো হয়েছে। আজ বিকালে স্থানীয় লায়ন্স চক্ষু হাসপাতালের সভা কক্ষে আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।
সভায় নেতৃবৃন্দ পরিবেশ বিনষ্টকারী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় প্রকৃতির সম্পদ ও পরিবেশ বিনষ্টকারী চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠবে, যা দেশের পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে। এছাড়া সভায় দেশব্যাপি ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একশ্রেণীর অসাধু ওষুধ ব্যবসায়ী উচ্চ মূল্যে স্যালাইন বিক্রয় এবং বেসরকারী হাসপাতালে ডেঙ্গুজ্বরের টেস্টের নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।
খুলনা গেজেট/ এএজে