খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

সড়কে প্রাণ গেল ৫ জনের

গেজেট ডেস্ক

মুন্সিগঞ্জ, ভোলা ও চাঁদপুর এই তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন পথচারী নিহত হয়েছেন। সোমবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পুরাতন বাউশিয়া এলাকার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার মৃত মোকসেদ আলীর ছেলে মো. নূরুল ইসলাম (৭০)।

ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ কর্মকর্তা মো. সালাউদ্দিন জুয়েল জানান, কুয়াশা কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লাগামী একটি পিকআপ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে চাপা দেয়। এরপর দোকানের ভেতর চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, ভোলা সদর উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন- মাজহারুল ইসলাম জসিম (৪৫) সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোলা বাস মালিক সমিতির একটি যাত্রীবাহী ডাইরেক্ট বাস চরফ্যাশন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা অংশের ইলিশা ব্যারিস্টারের কাছারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিমসহ (৪৫) দুজন নিহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বাসসহ মোট তিনটি বাস ভাঙচুর করেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আরমান হোসেন জানান, দুর্ঘটনায় দুজন পুরুষ নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো একজন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!