খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

সড়কে নিভে গেল নয়নের জীবন প্রদীপ

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেলের ধাক্কায় নিভে গেল ১২ বছর বয়সী নয়ন বৈরাগী জীবনের আলো। সোমবার (২১ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার শ্রীরামপুর গ্রামের বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

নয়ন বৈরাগী নিকুঞ্জু বৈরাগীর একমাত্র ছেলে ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তাঁর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নয়ন বৈরাগীর চাচাতো ভাই নেপাল বৈরাগী ও মামা গৌতম বিশ্বাস জানান, সোমবার বিকেল ৪ টার দিকে নয়ন ফকিরহাটের বটতলা এলাকায় ঘেরের চিংড়ি মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। মাহেন্দ্র (টেম্পু) থেকে বাড়ির সামনে নামলে ডুমুরিয়া বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এসময় সে ৫০-৬০ হাত দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেল চালক ডরপাড়া গ্রামের মো. কামাল বিশ্বাসের ছেলে মো. নোবেল বিশ্বাস (১৯) গুরুতর আহত হয়।

চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায়। সড়ক দুর্ঘটনায় নিহত নয়ন বৈরাগীর লাশ উদ্ধার ও ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!