খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

সড়কে থামছে না বেপরোয়া ট্রাক্টর-লাটাহাম্বার দৌরাত্ম্য, বাড়ছে মৃত্যুর মিছিল

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্থানীয়ভাবে তৈরি অবৈধ ইঞ্জিনচালিত ট্রাক্টর ও লাটাহাম্বার বেপরোয়া গতি আর চালকের অদক্ষতার কারণে সড়কে একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। এতে বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক সপ্তাহে এসব অবৈধ ইঞ্জিনচালিত যানে সড়কে প্রাণ হারিয়েছেন চারজন। আর চলতি বছরে এসব অবৈধ যানের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। একের পর এক প্রাণহানির কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দাবি জানিয়েছেন দ্রুত স্থানীয়ভাবে তৈরি এসব অবৈধ যান নিষিদ্ধের।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইটভাটায় মাটি, বালু ও ইট পরিবহনের জন্য শতাধিক ইঞ্জিনচালিত এসব অবৈধ ট্রাক্টর ও লাটাহাম্বা রয়েছে। এ ছাড়াও উপজেলার বাইরের বিভিন্ন ইটভাটার মালিকানাধীন এসব অবৈধ যান উপজেলার বিভিন্ন এলাকা থেকে ইট ও বালু পরিবহন করে থাকে। স্থানীয় অবৈধ বালুমহলসহ ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রয়োজনে এসব যান ব্যবহার করা হয়। যাত্রী ও মালপত্র বহনে রয়েছে আরও চার-পাঁচ শতাধিক অবৈধ নছিমন, করিমন, আলমসাধু। সব মিলিয়ে উপজেলায় অন্তত ছয় শতাধিক অবৈধ ইঞ্জিনচালিত এসব যান রয়েছে। সড়কে এসব যান চলাচলের অনুমতি না থাকলেও চলছে দাপটের সঙ্গেই। যেন দেখার কেউ নেই।

এলাকাবাসী জানান, চলতি মাসের (৪ ডিসেম্বর) শুক্রবার ফের উপজেলার বোয়ালিয়া এনবিআরবি ইটভাটাই মাটিবোঝাই লাটাহাম্বায় পিষ্ঠ হয়ে রিপন নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। (৩ ডিসেম্বর) বৃহস্পতিবার উপজেলার নারায়ণকান্দি গ্রামে সড়কের ওপর লাটাহাম্বার ধাক্কায় প্রাণ হারিয়েছেন পৌরসভার গার্ড খলিল উদ্দিন। এর আগে গত ২৯ নভেম্বর উপজেলার পারমথুরাপুর এলাকায় ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাক্টরচালক শফিকুল ও মোটরসাইকেলের চালক শাকিল নিহত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে পাঁচ দিনের ব্যবধানে প্রাণ গেল চারজনের।

এ ছাড়াও চলতি বছরের ২৪ আগস্ট উপজেলার পারফলসি গ্রামে লাটাহাম্বার ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী গৃহবধূ শিল্পী খাতুন। ৮ জুন লক্ষীপুর গ্রামে সড়কের ওপর মিঠুন নামে মারা যান আরও এক যুবক। ভবানীপুর পানহাট এলাকায় বেপরোয়া আলমসাধুর চাঁপায় মারা যান শ্রীপুর গ্রামের শওকত হোসেন নামে এক বৃদ্ধ। ১০ জানুয়ারি উপজেলার মথুরাপুর এলাকায় প্রাণ হারান উজ্জ্বল নামে জজকোর্টের এক কম্পিউটার সহকারীর।

হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা বলেন, এরই মধ্যে দুর্ঘটনাকবলিত ওইসব গাড়ি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা বলেন, স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত এসব যান অবৈধ। এসব যান তৈরির কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে বন্ধ করা হয়েছে। এসব যান চলাচল বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!